স্বরূপকাঠিতে সরকারী বই বিক্রির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে সরকারের দেওয়া বই বিক্রির অভিযোগে ব্যাসকাঠি-পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়ির সন্নিকটে ১ হাজার ৭২০ পীচ বই আটক করে। এসময় বই ক্রেতা মাদারীপুরের (পুরানো কাগজ ক্রেতা) ফরিদ বেপারীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ব্যাসকাঠি-পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসর সুপার মাওলানা রফিকুল ইসলামের কাছ থেকে বইগুলো কিনেছেন। এরপর সুপারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বই বিক্রির কথা স্বীকার করেন। ফাঁড়ির পুলিশ বইসহ মাদ্রাসার সুপারকে নেছারাবাদ থানায় সোপর্দ করেন। গতকাল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. আব্দুল মান্নান বাদী হয়ে সুপারকে আসামী করে থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। ওসি কে এম তরিকুল ইসলাম জানান মামলা রজু করা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। তারাই পরবর্তি কার্যক্রম পরিচালনা করবেন।