হাজীপুরে এক মাদ্রাসার ছাত্র নিখোজ

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরের এক মাদ্রাসার ছাত্র নিখোজ হয়েছে। গত ১৪ এপ্রিল শনিবার নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় তার নিজ বাড়ী থেকে বের হয়ে অার বাড়ী ফিরেনি।
জানা যায়, হাজীপুরের বনগাও গ্রামের কবিরাজ অাতাউর রহমানের ছেলে মোঃ অাব্দুল হাসান(১১) নববর্ষের দিন সকালে বাড়ী থেকে বের হয়েছিল। তার পরনে সাদা শার্ট এবং কালো রংগের প্যান্ট। সে বালিয়াটিলা সুন্নি মাদ্রাসার ৪র্থ শ্রেনির ছাত্র।
কোন হৃদয়বান তার পরিচয় পেলে যোগাযোগ করার মোবাইল নং ০১৭৩৪৯৮০৩২৭ এবং০১৭৫৮৫৭০৮৪৬ যোগাযোগ করার জন্য নিখোজ ছাত্রের পিতা অনুরোধ জানিয়ছেন।