পিরোজপুরে একুশে টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে একুশে টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হবিবুর রহমান মালেক ও বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ নেতা ইসহাক আলী খান পান্না। এছাড়া আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু,সাংবাদিক রেজাউল ইসলাম শামিম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সাংবাদিকসহ একুশে টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আকবর হোসেন সুমন, এলাকার নারী নেত্রী সাংস্কৃতিক কর্মী সহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন একুশে টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ।