স্বরূপকাঠিতে উপজেলা প্রশাসনের বর্ষবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে বরন করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তাভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বর্ষবরন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, কবি ও নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে এক মিলন মেলার সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর নাচ, গান ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেনের কবিতা আবৃতি সকলকে অভিভুত করে তোলে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউএনও আবু সাঈদ, সহকারি কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, সাবেক কমান্ডার মো. মজিবুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, কাওসার তালুকদার, হালিমুর রহমান শাহিন, হযরত আলী হিরু, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, আব্দুর রশিদ, শেখর সিকদার ও এমকে সবুর প্রমুখ।