নিরাপত্তাজনিত কারণে চেন্নাই থেকে আইপিএলের সব ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হচ্ছে

আবদুল্লাহ আল নোমান//
নিরাপত্তাজনিত কারণে চেন্নাই থেকে আইপিএলের সব ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বুধবার আইপিএল চেয়ারম্যান রাজীব শুকলা বিষয়টি নিশ্চিত করেছেন।এই ম্যাচগুলো কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
রাজীব শুকলা বলেছেন, ‘চেন্নাই থেকে আমরা সব ম্যাচ সরিয়ে নিচ্ছি। দ্রুতই চূড়ান্ত ঘোষণা আসবে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় পুনে এগিয়ে থাকছে।
মূলত পানি সংকটের কারণে চেন্নাইয়ে আইপিএল এর ম্যাচ হতে দিতে চান না আন্দোলনকারীরা। গত ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের হোম ভেন্যু এমএ চিদম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দলটির দ্বিতীয় ম্যাচ।
এই ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিতে কলকাতার দেয়া ২০৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। কিন্তু ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারি থেকে মাঠের মধ্যে জুতা ছুঁড়ে মারে। তাছাড়া স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা।