কমলগঞ্জে শহীদ নীরা বাউরী দিবস পালিত

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে পূর্ব পাকিস্তান চা শ্রমিক আন্দোলনে শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও ওভার টাইমের পারিশ্রমিলসহ বিভিন্ন দাবি নিয়ে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘটে পুলিশের গুলিতে ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের কারখানার পাশে শ্রমিক নীরা বাউরী শহীদ হন। শমশেরনগর, কানিহাটি, দেওছড়া, বাগীছড়া ও সুনছড়া চা বাগান পঞ্চায়েত কমিটি, বাউরী সমাজ কল্যাণ পরিষদ ও চা শ্রমিক নেতৃবন্দের আয়োজনে এই দিনটিকে স্মরণ করে নীরা বাউরী ৪৯ তম দিবস পালিত হয়েছে। ১৩ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮টায় শমশেরনগর চা বাগানে শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধিস্থলে পুষ্পার্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করা হয়।
শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন্দ্র বাউরীর সভাপতিত্বে ও চা শ্রমিক নেতা লছমন মাদ্রাজীর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন মনু-দলই ভ্যালীর সাধারন সম্পাদক নির্মল দাশ পাইনকা, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মাসিক চা মজদুর সম্পাদক ইউপি সদস্য সীতারাম বীন, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, ইউপি সদস্য ধনা বাউরী, সদস্যা নমিতা সিং, নীরা পরিষদের নেত্রী মেরী রাল্ফ, মনি গোয়ালা, আশা অরনাল, অনুময় বর্মা, ছাত্রনেতা মোহন রবিদাস প্রমুখ।