নাসির হোসেনেকে অস্ত্রোপচারের জন্য দেশ ছাড়তে হচ্ছে

আবদুল্লাহ আল নোমান//
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে পুরোপুরি। আর এজন্যই অস্ত্রোপচারের জন্য দেশ ছাড়তে হচ্ছে তাকে। দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোথায় করানো হবে এই অলরাউন্ডারের অস্ত্রোপচার।
তবে ২৬ বছর বয়সী এই তারকাকে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের এই অধিনায়ক গত রোববার গিয়েছিলেন সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে। বিয়ের দাওয়াতেই ডেকে আনলেন বিপদ। খেলার এক মুহুর্তে হঠাৎই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার জানায় বড় কোনো সমস্যা নয় কিন্তু পা ফুলে যায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর কাছে শরণাপন্ন হন তিনি।
চিকিৎসক ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং (এমআরআই) করানোর জন্য পাঠান বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে।এমআরআই রিপোর্ট পাবার পর জানা যায় তার ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে।
রিপোর্ট দেখে ডা. দেবাশীষ চৌধুরী বলেন, এমআরআই রিপোর্ট দেখে নিশ্চিত হয়েছি তার এসিএল পুরোপুরি ছিড়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করতে।অস্ত্রোপচারেরর পর তাকে ৬ মাসের বিশ্রামে থাকতে হবে।