কমলগঞ্জে চার প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা আদায়

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে।
জানা যায়, ইট তৈরির ফর্মাতে কারচুপি, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ওজনের বাটখারা ব্যবহার করে কৃষকদের কাছে সার বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এ অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠান হলো জালালিয়াস্থ মেসার্স মহসীন ব্রিকস ফিল্ড ৪০ হাজার টাকা, পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর পালিতকোনাস্থ মেসার্স এস. কে. ব্রিকস ফিল্ড ৩০ হাজার টাকা, পতনউষার শহীদনগর বাজারের শিমলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা ও মেসার্স শরীফ ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানের সময় কমলগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।