আমেরিকায় ছারছীনার বড় হুজুরের তাফসিরুল কুরআন মাহফিল

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
দেশের সীমানা পেরিয়ে আমেরিকায় তাফসিরুল কুরআন মাহফিল করেছেন ছারছীনা দরবার শরিফের বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী। আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত ওই মাহফিলে আমেরিকা প্রবাসী বাঙ্গালীরা ছাড়াও ওই দেশের বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেয়। মাহফিলে তাফসির পেশ করেন ছারছীনা দরবার শরিফের বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও বিভিন্ন টেলিভিশনের আলোচক মাওলানা কবি রুহুল আমিন খাঁন। মাহফিলের সার্বিক তত্বাবধান ও সঞ্চালনা করেন আই টিভি (ইউএসএ) এর সিইও এবং বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব প্রভাষক মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ। তাফসির শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল আই টিভি (ইউএসএ)। সফরকালে ছারছীনার বড় হুজুর আমেরিকায় আরও কয়েকটি মাহফিলে অংশ নিবেন বলে জানা গেছে।