কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (চ:দা:) মো: আব্দুল মুক্তাদিরের পরিচালনায় সভার ১ম অধিবেশনে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ২য় অধিবেশনে সিনিয়র সাংবাদিক এস, কে দাসের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, পৌর মেয়র মো. জুয়েল আহমেদকে আহবায়ক, (দৈনিক সংবাদ/উত্তরপূর্ব) পত্রিকার প্রতিনিধি শাহীন আহমেদ ও (দৈনিক নয়াদিগন্ত/শুভ প্রতিদিন) এর মো: মোস্তাফিজুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্য সদস্যরা হলেন, বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, এম.এ ওয়াহিদ রুলু, এস. কে দাস, শাব্বির এলাহী, পিন্টু দেবনাথ, মো: আব্দুল মুক্তাদির, রাজকুমার সৌমেন্দ্র সিংহ, অলক দেব ও এস এম এবাদুল হকসহ আহবায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহবায়ক কমিটি যাবতীয় পক্রিয়া সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে পুর্র্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।