মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা চেষ্টায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক ও ডিস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজু (২৯) কে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী পৌর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহেল (২২) কে বুধবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ । গ্রেফতারকৃত সোহেল আঙ্গুলকাটা গ্রামের চাঁন মিয়া মাঝির ছেলে। থানা পুলিশ সোহেলকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ বৃহস্পতিবার রাতে ডিস ব্যবসায়ী রাজু মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মিরুখালী সড়কের মাটিয়া মসজিদের পাশে ওঁৎ পেতে থাকা আসামীরা গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশংকা জনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই রাতে আহত রাজুর স্ত্রী ফাতেমা-তুজ-জাহান বাদী হয়ে ৭ আওয়ামীলীগের অঙ্গসংঘঠনের নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় রাজুসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।