গৌরনদীর বার্থী তারা মন্দিওে বাৎসরিক কালীপূজা

সঞ্জয় কুমার পাল,গৌরনদী (বরিশাল)প্রতিনিধি: চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তারা মায়ের মন্দিরে আজ শনিবার বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে মন্দিরকে নববধুর সাজে সাজানো হয়েছে। মন্দিরের চারপাশে তিনদিনের মেলার আয়োজন করেছে মন্দির কমিটি।
বার্থী তারা মায়ের মন্দির ( ট্রাষ্টী )পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রণব কুমার বাবু দত্ত ও পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক পঞ্চানন দও জানান, আজ শনিবার সকাল থেকে কালী পূজা শুরু হবে। মন্দিরের পুরোহিত অনিল চন্দ্র পূজা অর্চনা করবেন। পূজার দিনে সকালে চন্ডিপাঠ ও শিতলা পূজা, দুপুরে বলিদান, বিকালে গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযেগীতা, রাতে প্রসাদ বিতরণ ও শিবাভোগ, গভীর রাতে ধর্শীয় গান অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে মন্দিরকে আলোক সজ্জায় সজ্জিতসহ বর্নিল সাজে সাজানো হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মন্দির ভক্তরা আসতে শুরু করেছে। লাখো ভক্তর মন্দিরে সমাগম হবে বলে মন্দির কমিটি আশা করছেন। পূজা উপলক্ষে মন্দিরের আশেপাশে ও মন্দির সংলগ্ন বার্থী বাজারে শনিবার থেকে রবিবার পর্যন্ত দুইদিনের মেলার আযোজন করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, পূজার দিন মন্দির এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা হরা হয়েছে।