আইনজীবী রথীশকে শুক্রবার রাতেই হত্যা করা হয়

আবদুল্লাহ আল নোমান//
রংপুরে নিখোঁজ আইনজীবী রথীশ চন্দ্র ওরফে বাবু সোনাকে শুক্রবার রাতেই হত্যা করা হয়েছে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বুধবার রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান।
বেনজির আহমেদ বলেন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী দীপা ভৌমিক ও এক সহযোগী জড়িত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি, বিদ্বেষ ও অবিশ্বাস থেকেই আইনজীবী রথীশকে হত্যা করা হয়েছে—এর পেছনে তার স্ত্রীর পরকীয়া কর্মকাণ্ড জড়িত।
তিনি জানান, গ্রেফতারর পর রথীশের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ জানা যায়, দুই মাস আগেই তাকে হত্যার পরিকল্পনা করেছিল তারা তবে নানা কারণে সেটা তখন সম্ভব হয়নি। দীপা ভৌমিকের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে রথীশের মরদেহ উদ্ধার করা হয়।
র্যাবের মহাপরিচালক জানান, এখন আমাদের দায়িত্ব হচ্ছে গ্রেফতারকৃতদের বিচারের মুখোমুখি করা— এ ব্যাপারে তদন্ত হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেয়া র্যাবব-১৩ এর অধিনায়ক মেজর আরমিন রাব্বী বলেন, দীপার সঙ্গে তার এক সহকর্মী শিক্ষকের সম্পর্কের জের ধরে রথীশকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে বাড়িতে রথীশের মরদেহ পাওয়া গেছে, তা দীপার সহকর্মী তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামের ভাইয়ের বাড়ি। দীপাকে গ্রেফতারের কথা জানিয়ে মেজর রাব্বী সাংবাদিকদের বলেন, তার দেয়া তথ্যেই মরদেহ উদ্ধার করা হয়। চার-পাঁচ দিন আগে হত্যার পর মরদেহ নির্মাণাধীন বাড়িটিতে মাটিচাপা দেয়া হয়েছিল।রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, স্ত্রীর পরকীয়ার কারণে রথীশ চন্দ্র ভৌমিককে খুন হতে হলো— এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।