সামরিক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৭০

আবদুল্লাহ আল নোমান//
আফগানিস্তানে সামরিক বাহিনীর বিমান হামলায় ৭০ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি ধর্মীয় জমায়েতে এ হামলা চালানো হয়। নিউ ইয়র্ক টাইমস এ খবরে এ তথ্য জানানো হয়েছে।তালেবান যোদ্ধারা নিজেদের মধ্যে বৈঠক করতেই ওই স্থানে জড়ো হয়েছিলো। হামলার শিকার হওয়া মসজিদটি একটি ধর্মীয় শিক্ষাকেন্দ্র ছিল। দাসত-ই-আরচি জেলার গভর্নর নাসরুদ্দিন সাদি বলেন একটি মসজিদ এবং পার্শ্ববর্তী মাঠে আয়োজিত প্রায় ১ হাজার মানুষের একটি জমায়েতে ছিল। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গিদের উপস্থিতি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে হামলা চালায়।
অপরদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিস বলেন, তালেবান জঙ্গিরা আফগান বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল। কিন্তু জঙ্গিদের পরিকল্পনা আমাদের বাহিনীর সদস্যরা আগেই জেনে যায়। ফলে তাদের পরিকল্পনা নস্যাৎ করতে এই হামলা চালানো হয়েছে।