প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
‘শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ, চাই পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। রবিবার সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পিরোজপুরের আয়োজনে “সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন,বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস। প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে মহামারী শুরু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই বিপর্যস্ত করে তুলেছে, যা জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত। বক্তারা আরও বলেন, স্থানীয় বিদ্যালয়সমূহের শিক্ষকগণের মধ্যে কোচিং বানিজ্যের প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোচিং বন্ধ করুন। আর অভিভাবকদের পকেট কাটা বন্ধ করুন। বক্তাগণ পিরোজপুরের ১১টি কোচিং সেন্টারে সিলগালা করার কারণে প্রশাসনকে সাধুবাদ জনায় । সনাক সদস্য মোঃ শাহ আলম শেখ এর সঞ্চালনায় আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন উত্তরায়ন যুব সংঘের নির্বাহী পরিচালক মোঃ নিয়াজ ফেরদৌস, ডাক দিয়ে যাই এনজিওর সমন্বয়কারী মোঃ শাহনেওয়াজ, সকলের জন্য কল্যাণ এর সমন্বয়কারী মোঃ আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী মোঃ মহিউদ্দীন আকন্দ, স্বজন সদস্য তাসলিমা রশিদ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ খেলাফত হোসেন খসরু, প্রেসক্রাব সহ সভাপতি খালিদ আবু, ইয়েস ফ্রেন্ডস সদস্য প্রসেনজিৎ মিস্থৗ ইয়েস সদস্য বশির আহমেদ, সনাক সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।