অস্ট্রেলিয়ার সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমি ডেভিড ওয়ার্নার

আবদুল্লাহ আল নোমান//
কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ডেভিড ওয়ার্নারকে ১ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ও স্টেট ক্রিকেটে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শুধু এখানেই থেমে নেই এটা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও অংশ নেয়ার সুযোগ হারিয়েছেন তিনি।
শনিবার গণমাধ্যমের সামনে কথা বলেছেন অস্ট্রেলিয়া দলের সাবেক এই অধিনায়ক। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা দেশে ফিরেছেন তিনি।
তিনি বলেন, আমি বুঝতে পারছি যে, আমার কাজের জন্য আমি দায়ী। অস্ট্রেলিয়ার সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আশা করি আমি আবার আপনাদের সম্মান অর্জন করতে পারব। জানি, এর জন্য দীর্ঘ সময় লাগবে।
তিনি আরো বলেন, আমি আমার সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারব না। যেটা আমি ভালোবাসি ও শ্রদ্ধা করি। আমি আবার আমার দেশের হয়ে খেলতে পারব এই আশাটাও এখন আমার একেবারেই ক্ষীণ। আমি জানি, এটা আর নাও হতে পারে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আমার পরিবার। তৃতীয় দিন যা ঘটেছে তা নিয়ে আমার অনুশোচনা হচ্ছে।
বল টেম্পারিং মতো ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যেন কলঙ্কময় অধ্যায়। মানতে পারছেন না অস্ট্রেলিয়া দলের ভক্তরা। আলোচনা ও সমালোচনায় দেশটির ক্রিকেট টিমকে নিয়ে সারাবিশ্বে বেশ সময় খরচ করেছেন ক্রিকেটপ্রেমীরা।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে অজি বোলার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিওচিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এর সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্কের। তবে এখানেই থেমে থাকেনি বিষয়টি, গড়িয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত।