গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মামুনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

0
(0)

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সরকারি চাকুরির ডিউটিতে ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে প্রাকটিস করায় গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। একই কারনে ক্ষুব্দ ওই স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসারগন গতকাল সকালে ওই মেডিকেল অফিসারের শাস্তির দাবিতে এক ঘন্টার কর্ম বিরতি কর্মসুচী পালন করেছে।
বিক্ষুব্দ এলাকাবাসী, কর্মরত মেডিকেল অফিসার ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগে জানাগেছে, সম্প্রতি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন মেডিকেল অফিসার উচ্চতর প্রশিক্ষনের জন্য গেলে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে চিকিৎসক সংকট দেখা দেয়। ফলে এ সমস্যা থেকে দ্রুত উত্তোরনের জন্য কর্মরত মেডিকেল অফিসারগন সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র স্মরনাপন্ন হন। ঘটনা শুনে তিনি তাৎক্ষনিক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে ফোন করে এ সমস্যা দ্রুত সামাধানের নির্দেশ দেন। পরে ডিজির নিদের্ংশে বরিশালে সিভিল সার্জন গত ২৮ ফেব্রুয়ারী পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন। বদলির আদেশ পেয়ে নানা টাল-বাহানার পর আদেশের ১২ দিনের মাথায় গত ১২ মার্চ ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সঠিকভাবে ডিউটি করছেন না। সরকারি ডিউটির সময়ের বেশীরভাগই তিনি গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাকটিসে ব্যাস্ত থাকছেন। এমনকি তার ওপর বর্তানো ইমার্জেন্সী মেডিকেল অফিসারের ডিউটির সময়ও তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন না। সে সময়ও তিনি বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাকটিসে ব্যাস্ত সময় কাটান। ফলে জরুরী স্বাস্থ্যসেবাসহ সাধারন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারন জনগন। পাশাপাশি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শতশত রোগীর চাঁপ সামলাতে অন্যান্য মেডিকেল অফিসারদের রীতিমত হিমসিম খেতে হয়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান অভিযোগ করেন, শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী মেডিকেল অফিসারের ডিউটি ছিল মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুনের। তিনি ওই দিন ডিউটিতেই আসেননি। গতকাল শনিবার তার নির্ধারিত সাধারন ডিউটির দিনেও
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া গত ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ওটিজমের ওপর “ঞৎধরহরহম ড়হ অঁঃরংস ধহফ ঘঈউং ভড়ৎ ুবষধ/ঁঢ়ুরষধ খবাবষ উড়পঃড়ৎং” শীর্ষক তিন দিনের একটি প্রশিক্ষন কোর্সে অংশগ্রহনের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাকে ছুটি দিয়ে ঢাকায় পাঠান। তিনি প্রশিক্ষনে না গিয়ে গৌরনদীতে বসে প্রাইভেট ক্লিনিকে প্রাকটিস করেন। এ কারনে ক্ষুব্ধ হয়ে আমরা সকল মেডিকেল অফিসারগন ওই মেডিকেল অফিসারের শাস্তির দাবিতে গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার কর্ম বিরতি কর্মসুচী পালন করেছি।
স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্যবসায়ী মোঃ দুলাল গোমস্তা, সোহেল সরদার জানান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন সরকারি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে প্রাকটিস করায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা সাধারন জনগন চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা সাধারন জনগনকে নিয়ে আমরা তার শাস্তির দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করেছি। বেতন নেবে সরকারের, আর সরকারি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে কাজ করে টাকা কামাবে এটা হতে পারেনা। আমরা এর প্রতিকার চাই।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম কবির হাসান জানান, তিনি অভিযুক্ত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুনকে ফোন করে তার অনুপস্থিতির কারন জানতে চাইলে তিনি নিজেকে অসুস্থ্য বলে জানান। অসুস্থ্য হলে তা কর্তৃপক্ষকে পূর্বে কেন জানাননি। এমন প্রশ্নে তিনি চাকুরি করবেন না বলে ইউ.এইচ.এফ.পি.ও.কে জানান।
গতকাল দুপুর দেড়টার দিকে এ প্রতিনিধি গৌরনদী মৌরি ক্লিনিকে গিয়ে জানতে পারেন অভিযুক্ত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলা সদরের মা ক্লিনিক, ও দুস্থ্য মানবতার হাসপাতালের ওটিতে কাজ করেছেন। দুপুর দেড়টার পর থেকে বিকেল পর্যন্ত তিনি গৌরনদী মৌরি ক্লিনিকের ওটিতে কাজ করেন। মৌরি ক্লিনিকে বসে অভিযুক্ত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন এ প্রতিনিধিকে বলেন, আমি অসুস্থ্য তাই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিতে যেতে পারিনি। আপনি অনুস্থ্য হলে প্রাইভেট ক্লিনিকে কাজ করছেন কি ভাবে এ প্রতিনিধির এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেননি।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.