জাতির পিতা বেঁচে থাকলে ৪৭ বছরে যে উন্নয়ন হয়েছে তাহতো ১০ বছরে -আবুল হাসানাত আবদুল্লাহ।

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
স্বাধীনতা পরাজিত শক্তিরা বারবার দেশটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে পাকিস্তানকে ভালবেসে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকাররা মন্ত্রী পরিষদে ঠাই পেয়েছিল বিবিণœ সরকারের সময়। হত্যা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুকে। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা দেশের শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করতে ৩৬ হাজহার ১শ ৬৫টি প্রাথমিক বিদ্যালয়কে একত্রে জাতীয় করন করেছিলেন। তিনি বেচে থাকলে ৪৭বছরে যে উন্নয়ন হয়েছে তা সেই উন্নয়ন হত মাত্র ১০ বছরে। দেশের শিক্ষিতর হার হতো ৯৮ ভাগ। জাতির দূর্ভাগ্য যে, সেই পাকিস্তানী প্রেতাত্মা আর রাজাকাররা এখনও ঘাপটি মেরে বসে আছে । ২১বছর পর আওয়ামীলীগ সরকার স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে ক্ষমতায় এসেছে। এই ২১ বছরে স্বাধীনতা বিরোধীরা আওয়ামীলীগের ২৬ হাজার নেতা কর্মীদের হত্যা করেছে। এখন দেশ,শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী ডিসেম্বরের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সমাজসেবক কাজী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ কার্য নির্বাহী সদস্য জাতির পিতার নাতী সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বানারীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার আস্কর মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজ প্রাঙ্গনে ম্যনেজিং কমিটির সভাপতি রাধিকা রঞ্জন পান্ডের সভাপতিত্বে অনুরূপ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।