কমলগঞ্জে রেললাইন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোপল নগর রেল ক্রসিং এলাকা থেকে তাসকিরা হক তান্নি (২২) নামে এক শিক্ষার্থীর খন্ড বিখন্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ তানিয়ার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপালনগর রেল ক্রসিংয়ের পাশে রেল লাইনের উপর এক নারীর খন্ডবিখন্ড মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার সংবাদ পেয়ে প্রথমে কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ ও পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে থানা পুলিশ ও শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ নিহতের সুরতহাল তৈরী করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করে।

সরজমিন দেখা যায় নিহতের দেহ, দুই পা এবং মাথা রেল লাইনের উপর পড়ে রয়েছে। রেল লাইনের পাশে তান্নির ব্যবহিৃত পরীক্ষার কাগজপত্র,বোরকা,পায়ের জুতা ও মোবাইলফোন গুছালো অবস্থায় পড়ে রয়েছিল। শিক্ষার্থী তান্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও কমলগঞ্জের পতনউষার গ্রামের রাসেল আহমদের স্ত্রী। সে মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী বলে জানা গেছে। লাশের পাশে পাওয়া কিছু আলামত থেকে ধারনা করা যায় ঘটনাটি রহস্যময়। এটি আত্মহত্যা না হত্যার তা খতিয়ে দেখতে হবে বলে জানান এসআই শহীদ।

নিহত শিক্ষার্থীর বড় ভাই আজিজুল হক তামিমের দাবি তার বোনকে হত্যা করে রেললাইনে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা হবে বলে শিক্ষার্থীর বড় ভাই তামিম জানান।

শ্রীমঙ্গলস্থ রেলয়ে থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যদের প্রেরণ করছেন। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে রাত ৯টা থেকে ১০টার মধ্যে কোন একটি ট্রেনে এ ঘটনাটি ঘটে।