গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গৌরনদী প্রতিনিধি//
উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে সোমবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ৮টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্নাঢ্য পিটি-প্যারেট, মনোজ্ঞ ডিসপ্লে ও শরীর চর্চা প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এ সময় মহান স^ধীনতা যুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ (এমপি)।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারছিুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন হাওলাদার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ।
অপরদিকে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিন দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার তিন শতাধীক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধণা প্রদান করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন আকন, খান সামচুল হক, মোঃ আনোয়ার হোসেন রাঢ়ী, গৌরনদী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ।