বলের আঘাতে প্রাণ গেলো ফুটবলারের

আবদুল্লাহ আল নোমান//
খেলার মাঠেই বুকে বল লেগে প্রাণ গেলো ফুটবলারের। আর মাঠে তৈরী হলো বেদনাদায়ক পরিবেশ। ক্রোয়েশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলের ম্যাচে ঘটে গেলো এ দুঃখজনক ঘটনা। ম্যাচের ১৫তম মিনিটে বুকে বলের আঘাতে দম বন্ধ হয়ে যায় খেলোয়াড়ের। এরপর চিরনিদ্রায় চলে যান ২৫ বছর বয়সী ফুটবলার ব্রুনো বোবান। তিনি ক্রোয়েশিয়ায় মারসোনিয়া দলের হয়ে খেলতেন।
ব্রুনো ম্যাচের একটা সময়ে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করেন। ওই সময় প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় গোল ঠেকাতে বল কিক করেন। যেটা এসে আঘাত করে ব্রুনোর বুকের মাঝখানে। বল লাগার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এরপর সেখান থেকে একটু সরে ডি-বক্সে গিয়ে বসে পড়েন তিনি। পরে আবারও উপুর হয়ে লুটিয়ে পড়ে যান। সাথে সাথেই চিকিৎসকরা অ্যাম্বুলেন্স নিয়ে মাঠে চলে আসেন। দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি ব্রুনোর। হাসপাতালে নেওয়ার আগেই দম বন্ধ হয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
সতীর্থ ব্রুনো বোবানকে দলের সহকর্মীরা এবং প্রতিদ্বন্দ্বীরা নিজেদের অশ্রুতে বিদায় দিলো। তবে এখনও মৃত্যুর কারণ ঘোষণা করা হয় নি।