গৌরনদীতে মা’কে মারধরের অপরাধে বখাটে ছেলের এক বছরের কারাদন্ড

নারগীস সুলতানা
গর্ভভারীনি মা’কে মারধর করার অপরাধে ভ্রাম্যমান আদালত সোমবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের সুমন আকন (২৮) নামের এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ এ কারাদন্ডাদেশ প্রদান করেন। বখটে সুমন আকন উপজেলার হোসনাবাদ গ্রামের তৈয়ব আলী আকনের ছেলে। দন্ডপ্রাপ্ত বখটে যুবক সুমন আকনকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, ওই বখটে ও উৎশৃঙ্খল যুবক সুমন আকন প্রায়ই তার মা’কে মারধর করতো। সোমবার সকালে সুমন তার মাকে মারধর করলে দুপুরে থানায় অভিযোগ আসে। অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ বখাটে সুমন আকনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।