গৌরনদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার রাতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের নীলখোলা এলাকা থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল সরদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ সামছুউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার টরকী বন্দর সংণগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের নীলখোলা ব্রীজের ওপর অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গৌরনদী মোঃ রুবেল সরদার (২৮)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ রুবেল সরদারের বাড়ি উপজেলা সদরের উত্তর বিজয়পুর গ্রামে। সে ওই গ্রামের মোঃ জালাল সরদারের ছেলে।
এ দিকে গ্রেফতার হওয়া রুবেল সরদারকে গৌরনদী পৌর সভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দাবি করে তার মা আলেয়া বেগম সাংবাদিকদের বলেন, ওসি স্যার দেখা করতে বলেছে বলে দারোগা সামছুউদ্দিন আরার ছেলেকে ডেকে নিয়ে যায়। এ সময় তার কাছে পুলিশ কোন মাদক পায়নি। গতকাল মঙ্গলবার সকালে আদালতে চালান দেয়ার সময় তার কাছ খেকে ৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দেখানো হয়।
অপর দিকে রুবেলের মায়ের অভিযোগ সত্য নয়, তার ছেলে রুবেল সরদার একজন মাদক বিক্রেতা ও সেবী, উল্লেখ করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় থানার এসআই মোঃ সামছুউদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী ও ছাত্রলীগ নেতাকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।