কমলগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি //
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেতে এক র্যালি বের হয়।
র্যালি শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় অংশ নেন উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: পনিরুজ্জামান, পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার সাধারণ সম্পাদক নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ। সভায় বক্তারা পানির অপচয় রোধে সবাইকে সচেতন হয়ে পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।