কমলগঞ্জ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় এক বিশেষ ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টা থেকে বেলা আড়াই ঘটিকা পর্যন্ত নয় জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা. সাইয়্যেদ আফসার মাহমুদ, প্রফেসর ডা. সাইয়্যেদ মূসা এম, এ, কাইয়ুম, প্রফেসর ডা. সাইয়্যেদ মামুন মোহাম্মদ, প্রফেসর ডা. এস, এস, এ আল মাহমুদ (সাদী), ডা. সৈয়দা তাসফিয়া কাউছার, ডা. মো. আব্দুর রহিম, ডা. জাকির হোসাইন, ডা. কাইয়ুম উদ্দিন ও ডা. সাইয়্যেদ কুতুব উদ্দিন রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।