দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে স্বরূপকাঠিতে মানববন্ধন ও আলোচনা সভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠিতে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. মহিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপক নিরঞ্জন হালদার (অবঃ), সদস্য নির্মল সেন, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম ও মহিলা পরিষদ নেত্রী মীরা রানী চৌধুরী প্রমুখ। সভাশেষে উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।