স্বরূপকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে পানিতে ডুবে মো. রমজান নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। জানাগেছে পঞ্চবেকি গ্রামের মামুন মোল্লার ছেলে রমজান মায়ের সাথে একই গ্রামে আত্মিয় শাহ আলম সরদারের বাড়ীতে বেড়াতে যায়। সকালে সকলের অগোচরে রমজান পার্শবর্তী খালে পড়ে যায়। পরে সন্ধ্যায় রমজানকে খুজে না পেয়ে খালে তল্লাসী করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।