কমলগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবা স্পট মিটারিং

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ উপজেলার জোনাল অফিসের বাস্তবানে স্পট মিটারিং গ্রাহকসেবা অনুষ্ঠিত হয়। গতকাল(২৫ মার্চ) রবিবার সকাল সাড়ে ১০টা থেকে নছিরগঞ্জ পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে স্পট মিটারিংগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রাহকসেবা অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এর সভাপতিত্বে ও নছিরগঞ্জ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজ এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ এর পরিচালক ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুর রহমান কবির, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, ডুবাই প্রবাসী আবুল কালাম।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মুনিম, কুতুব আলী, মফজ্জিল হোসেন কুতুব আলী, সাংবাদিক ফখর উদ্দীন আহমদ, পল্লি বিদ্যুতের ওয়ারিং পরিদর্শক এম এ মান্নানসহ কমলগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। হাজীপুর, পাবাই, বিলেরপার, মানগাও, পাইকপাড়াসহ কয়েক গ্রাম এলাকার ৬১জন গ্রাহক এ সেবা পায়। প্রতি গ্রাহক সাড়ে ৫শত টাকা দিয়ে আবেদন করে ১ঘন্টার মধ্যে মিটার গ্রাহকের ঘরে নিয়ে স্থাপন করা হয়েছে।