কমলগঞ্জের পতনউষার উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক পদে (পুরুষ) পদে মোট ৮ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করেন।
তাদের মধ্যে পুরুষ অভিভাবক পদে বিজয়ীরা হলেন- মো: আতিকুর রহমান চৌধুরী কামরান (৪৭৮ ভোট), মো: আনোয়ার খান (৪৩৩ ভোট), মো: হেলাল খান (৩৭০ ভোট) ও মো: আব্বাস আলী রাজা (৩৪৭ ভোট) এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছা: শেফা বেগম (৪০৬ ভোট) ।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১২৮ জন। এর মধ্যে ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপ্রীতির ঘটনা এড়াতে পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। পতনউষার উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমদ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।