কমলগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশ এর আয়োজনে গতকাল (২৪ মার্চ) শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী বের হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে ও শামসুর রাজা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আলোচনা করেন স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মুন্না সিনহা, চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ (সিটিবি) প্রজেক্টের মৌলভীবাজার জেলা প্রকল্প কর্মকর্তা তাপস বাড়ৈ, চ্যালেঞ্জ টিবি উপজেলা সুপারভাইজার রবীন্দ্র কুমার সিনহা, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।