স্বরূপকাঠিতে ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে তৈরি ফাঁদে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মো. মজনু মিয়া (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা বলদিয়া ইউনিয়নের বালিহারী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মজনু মিয়া ওই দিন দুপুরে তার বর্গা জমিতে চাষ করতে যায়। পূর্বে থেকে ওই জমিতে ইদুর মারার জন্য নিহতের পাতা ফাঁদে অসাবধনতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকেল হয়ে গেলেও বাসায় না ফেরায় নিহতের ছেলে মিঠু জমিতে বাবাকে খুজতে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে।