কমলগঞ্জে মজুরি চুক্তির দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি

0
(0)

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মজুরি চুক্তির দাবিতে ডানকান ব্রাদার্স শমশেরনগর সহ পাঁচ চা বাগানে তিনঘন্টা কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা । গতকাল (২৩ মার্চ) শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শমশেরনগর, ফাঁড়ি কানিহাটি, দেওছড়া, বাঘিছড়া, ডবলছড়া চা বাগানে শ্রমিকরা মজুরি চুক্তির দাবিতে মিছিল ও সভা করেছে।

শমশেরনগর চা বাগানের কারখানার প্রধান ফটকের সামনে শমশেরনগর চা-বাগানের পঞ্চায়েত কমিটি ও চা-শ্রমিকদের আয়োজনে চুক্তি সম্পাদনে মালিকপক্ষের কালক্ষেপণের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন বাউরীর সভাপতিত্বে ও চা শ্রমিক নেতা লছমন মাদ্রাজীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা ¤্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। এ সময় শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, মনু দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাস পাইনকা, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, গায়ত্রী গোয়ালা, নিপেন বাউরী, গোপাল কানু, রামস্বামী রাজভর, মনি গোয়ালা, লছমী রানী রাজভর, আব্দুল আহাদ প্রমুখ। এছাড়াও অন্য চারটি বাগানে পঞ্চায়েত সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে শ্রমিকরা কর্মবিরতি পালনকালে মিছিল ও সভা করে।

জানা যায়, প্রতি দু’বছর অন্তর চা শ্রমিকদের মজুরি চুক্তির কথা থাকলেও ২০১৭ সনের জানুয়ারী মাসে চা শ্রমিকদের মজুরি চুক্তির মেয়াদ উত্তীর্ন হয়েছে। দীর্ঘদিন ধরে নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় ৮৫ টাকা মজুরিতে পাঁচ, সাত সদস্যের শ্রমিক পরিবার সদস্যরা দুঃখ-কষ্টে সংসার চালাতে হচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ তোলেছেন। মজুরি চুক্তির দাবীতে শমশেরনগর ও এর ফাঁড়ি কানিহাটি, দেওছড়া, বাঘিছড়া, ডবলছড়া চা বাগানে শ্রমিকরা কর্মবিরতি পালন করে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.