বাংলাদেশ মধ্য আয়ের দেশের গৌরব অর্জন করায় গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরনের গৌরব অর্জন করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যেগে গতকাল বৃহস্পতিবার সকালে আনন্দ র‌্যালী, শোভাযাত্রা, চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে রথখোলা, গৈলা বাজার ঘুরে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, এনজিও পরিচালক কাজল দাস গুপ্ত, ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহিন খান, মো. ছরোয়ার দড়িয়া, শিক্ষক নির্মল ভদ্র, আনোয়র হোসেন মোল্লা, কাইউম লস্কর, শাহানাজ পারভিন, মাহামুদ আলম মিঠু, -গৈলা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র মনিকা মনি অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী ও শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বনাঢ্য র‌্যালী ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।