কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বৃহস্পতিবার একযোগে সারাদেশের সাথে কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় এ আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় অংশগ্রহন করেন, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমদ, পৌরসভার মেয়র জুয়েল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যারাও এ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জঙ্গী দমন, বন ও জলদস্যূ দমন ও আইন শৃঙ্খলার উন্নয়নে সাফল্যের উপর র‌্যাব প্রদত্ত একটি ভিডিও চিত্র প্রদর্শণী হয়।

এ ছাড়া এক সংক্ষিপ্ত আলোচনায় সরকারের উন্নয়ন ও সাফল্যের উপর বক্তব্যসহ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এ উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লাল দল ও সবুজ দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বর্ণিল সাজে উপজেলা সদরের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন বেসরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ প্রায় দুই সহ¯্রাধিক মানুষ অংশ গ্রহন করে। ব্যান্ডের সাথে সাথে অংশগ্রহনকারী শিশুরা নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রাটিকে আনন্দে ভরপুর করে তুলে।