উন্নয়নশীল দেশে উত্তরন উপলক্ষে স্বরূপকাঠিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ স্বল্পোন্নতদেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরন উদযাপন উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সভায় মিলিত হয়। পওে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারমান মো. লাভলু আহমেদ,সহকারি কমিশনার (ভুমি) মো. কাওসার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, ওসি কে এম তারিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ।