স্বরূপকাঠিতে জেলেদের ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির জলাবাড়ি ইউনিয়নের ২৫০ জন জেলেদের মাঝে ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিজন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা রয়েছে। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান অশিষ কুমার বড়াল প্রতিজনকে দিয়েছেন ২২ থেকে ২৫ কেজি করে চাল। গত মঙ্গলবার বিকেলে ইদিলকাঠি বাজারে বসে চেয়ারম্যান ওই চাল বিতরণ করেন।
ইউপি সদস্য আবুল বাশার, আলতাফ হোসেন, বিধান চন্দ্র বড়াল ও মাসুম বিল্লাহ অভিযোগ করে জানান তাদের চেয়ারম্যান আশিষ বড়াল প্রতিজন জেলেকে ৪০ কেজি চালের পরিবর্তে ২২ থেকে ২৫কেজি করে চাল বিতরণ করছেন। ত্রাণের চাল কম দেয়ায় জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু দাপুটে চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে জেলেরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না বলে জানান ওই সদস্যরা। ত্রাণের চাল বিতরণ করা হবে সে বিষয় ইউপি সদস্যদেরকেও চেয়ারম্যান অবহিত করেননি। চাল বিতরণের অনিয়মের বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছেন বলে জানান। তবে চাল কম দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল বলেন তার ইউপির তালিকাভুক্ত ২৫০ জন জেলের জন্য ৪০ কেজি করে বরাদ্ধ পেলেও তিনি প্রায় সাড়ে তিন‘শ জন জেলেকে ত্রাণ দিতে হয়েছে। সে কারনে কিছু চাল কম দেয়া হয়েছে বলে দাবী করেন ওই চেয়ারম্যান। এ বিষয় মৎস্য দপ্তর অথবা ট্যাগ অফিসারকে জানিয়ে ত্রাণের চাল বিতরণ করার নিয়ম থাকলেও চেয়ারম্যান অশিষ কুমার সেটি উপেক্ষা করছেন বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম পারভেজ। তাছাড়া জেলেদের তালিকা এখনও উপজেলা পরিষদ থেকে অনুমোদ করা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা। সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে ত্রাণের চাল বিতরণ ও কম চাল দেওয়ার বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন ওই ইউনিয়নের জেলেদের তালিকা এখনও অনুমোদন করা হয়নি। এ বিষয় জরুরী ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।