কমলগঞ্জে ইসলামিক মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশের উত্তরণে ঐতিহাসিক সাফল্যে র‌্যালী

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//

মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগরে ইসলামিক মিশনে ৪৩ তম প্রতিষ্টা বার্ষিকী ও স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণে ঐতিহাসিক সাফল্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পৃথক দু’টি র‌্যালী শমশেরনগর বাজার প্রদক্ষিণ শেষে ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক মিশন শমশেরনগর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও ইসলামিক মিশন শমশেরনগর কার্যালয়ের হিসাব সহকারী মো. খাইরুল আমীন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক মিশনের ডাঃ শরফুদ্দিন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রায়হান ফারুক, ইসলামিক মিশন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা খলিলুর রহমান, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, দৈনিক ভোরেরডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মাওলানা হারুনঅর রশিদ, হাজীনগর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।