মঠবাড়িয়াকে বাল্য বিয়ে মুক্ত করতে ৪ ইউনিয়নে লাল কার্ড

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়াকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সাপলেজা মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাপেলেজা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্বাচিত জন-প্রতিনিধি, নিকাহ্ রেজিস্টার, ইমাম, হিন্দু বিবাহ রেজিস্টার, পুরোহিতগণের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, এসআই শাহনাজ পারভিন, ইউনিয়ন আ’লীগ সভাপতি সুলতান আহম্মেদ, প্রধান শিক্ষক আবদুর রাসেদ হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্টেপস্ মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, নিকাহ রেজিস্টার সামসুল আলম কাজী, ইউপি সদস্য মোস্তফা দুলাল, শিক্ষক জালাল আহম্মেদ প্রমুখ। শেষে সমাবেশে উপস্থিতি সবাই লাল কার্ড প্রদর্শন করেন বাল্য বিয়েকে না বলেন। এছাড়া দাউদখালী, মিরুখালী ও বেতমোর রাজপাড়া ইউনিয়নে অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.