এবার বিশ্বকাপ না জিতলে জাতীয় দল ছেড়ে দেবো মেসি

আবদুল্লাহ আল নোমান//

সারাবিশ্বে যেনো রাশিয়া বিশ্বকাপের হাওয়া বইছে। চলছে বড় বড় ফুটবল তারকাদের প্রস্ততি। চলছে ফুটবল ভক্তদের অপেক্ষার প্রহর। ফুটবলপ্রেমীরাও শুরু করছেন হিসেব-নিকেশ ও জয়-পরাজয়ের ছক।
বর্তমানে ফুটবলের যাদুকর বলতে যাকে বলা তিনি আর কেউ নন, তিনি হলেন লিওনেল মেসি। ফুটবলের জাদু দিয়ে পুরো বিশ্বকে যিনি মাতিয়ে রেখেছেন। তবে ক্লাব ফুটবলে পাঁচবারের বিশ্বসেরা হলেও নিজ দেশকে আজ পর্যন্ত একটি বিশ্বকাপের শিরোপাও এনে দিতে পারেননি। তাই এবার লক্ষ্য হয়তো রাশিয়া বিশ্বকাপ।
এবার যেনো নিজেকে প্রমাণ করার সময়। রাশিয়া বিশ্বকাপে কি ঘরে তুলতে পারবেন শিরোপা সেই প্রশ্নই এখন ফুটবল জগতে। তবে সে বিষয়ে বেশ সতর্কও করেছেন বিশ্ববাসীকে।
সম্প্রতি রাশিয়া বিশ্বকাপ নিয়ে মেসি বলেন, আমরা রাশিয়ায় বিশ্বকাপ না জিতলে একমাত্র পথ খোলা থাকবে জাতীয় দল ছেড়ে দেওয়া। আমি রাশিয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখি।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া সাথে। শক্তিশালী দল আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই বলতে গেলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে। এ জন্য হয়তো আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার আশা অমূলক নয় বলে মনে করছেন মেসি ।সেই স্বপ্নে বিভোর এই আর্জেন্টাইন সুপারস্টার।
উল্লেখ্য, ২০০৫ সালে জাতীয় দলে মেসি অভিষেকের পর কোপা আমেরিকার তিনিটি আসরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায়।