মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
অপহরণের নয় দিন পর মঠবাড়িয়া থানা পুলিশ দধিভাঙ্গা বাজার থেকে স্কুল ছাত্রী মিম আক্তার (১৩) কে উদ্ধার করেছে। ওই স্কুল ছাত্রীকে সোমবার সন্ধ্যায় উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠান হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাযায়, গত ১০ মার্চ ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী মিম স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পূর্বে ওৎ পেতে থাকা একই এলাকার এজাহার ভুক্ত ইউসুফ শিকদারের ছেলে রাব্বি শিকদার (২২), মৃত. লালু শিকদারের ছেলে ইউসুফ শিকদার (৪৫)সহ কয়েকজন মিলে জোরপূর্বক মীমকে মটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, স্কুল ছাত্রী অপহৃনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চষ্টা চলছে।