স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার স্ত্রীর ইন্তেকাল

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ সিকদারের স্ত্রী শিউলী বেগম (৪৮) সোমবার বিকেলে ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। আজ মঙ্গলবার সকালে সরকারী স্বরূপকাঠি কলেজ মাঠে ও পরে বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ইউএনও আবু সাঈদ গভীর শোক প্রকাশ করেছেন।