পিরোজপুরে একজনের যাবজ্জীবন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণকে হত্যা মামলায় রফিকুল ইসলাম রাজা (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দিয়েছে। রোববার) দুপুর ১২টায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার সোনাখালী গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাদুড়তলী গ্রামের হেমায়েত মৃধার ছেলে জাহিদুল ইসলাম রফিকুল ইসলাম রাজার কাছ থেকে একটি মোবাইল কিনে। এ সময় রাজা মোবাইলের চার্জার পরে দিবে বলে জানান। ২০০৬ সালের ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে সোনাখালী গ্রামের আলীপুর বাজারের ফারুক গাজীর দোকানের সামনে জাহিদুল রফিকুল ইসলাম রাজার কাছে মোবাইলের চার্জার চান। রাজা চার্জার না দিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় রাজা জাহিদুলকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুল ইসলামের খালাতো ভাই রফিকুল ইসলাম কালাম বাদী হয়ে রফিকুল ইসলাম রাজাকে প্রধান আসামী করে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। মামলায় ১০ জনের সাক্ষী শেষে আদালত রফিকুল ইসলাম রাজাকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং ছয় আসামীকে খালাস দেন।