মধ্য আয়ের দেশ গৌরনদীতে উপজেলা প্রশাসনের আনন্দ র‌্যালী ও শোভা যাত্রা

গৌরনদী প্রতিনিধি //
নি¤œ আয়ের দেশ থেকে বাংলাদেশ নি¤œ মধ্য আয়ের দেশে উত্তরণের ফলে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরে একটি আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা বের করা হয়েছে।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে আনন্দর‌্যালী ও শোভা যাত্রটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গৌরনদী প্রেসক্লাব নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সরকারি বে-সরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা আনন্দ র‌্যালী ও শোভাযাত্রাটিতে অংশগ্রহন করেন।