আগৈলঝাড়ায় চেক ও সনদপত্র বিতরণ করলেন আবুল হাসানাত আবদুল্লাহ

0
(0)

জয় রায়,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বর্তমান সরকার নারী বান্ধব সরকার। ৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন শুরু হয়। এর আগে কোন সরকারের আর নারীদের ক্ষমতায়নে কাজ করেনি। নারীদের উন্নয়নের কারণে দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসেবে ৫০জন অসচ্ছল, দুস্থ নারীদের মধ্যে অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেছেন জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আগৈলঝাড়া উপজেলা অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে ও দুস্থ ৫০জন নারীদের দুই বছরের সঞ্চয়ী ১৮লাখ ৪৩হাজার ৯শ ৩টাকার চেক ও সনদপত্র বিতরণ কালে প্রাপ্ত অর্থে নারীদের এলাকায় বসে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বরিশালের আগৈলঝাড়ায় পল্লী কর্ম সংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী-২ (আরইআরএমপি) এর আওতায় এলসিএস ৫০জন দুস্থ ও অসহায় নারী কর্মীদের চেক ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় বেবী হোম উপ তত্ববধায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, এলজিইডি বরিশাল নির্বাহী প্রকৌশলী মোল্লা মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস জসীম সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, সোয়েব ইমতিয়াজ লিমনসহ দলীয় নেতৃবৃন্দ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.