আগৈলঝাড়ার দেবযানী বড়াল জাতীয় পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ

জয় রায়,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ার দেবযানী বড়াল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। দেবযানী আগৈলঝাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কাব শিশু বিষয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে গত ৬ মার্চ প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান সিজারের সভাপতিত্বে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর কাছ থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু পদক ও সনদপত্র গ্রহণ করে। দেবযানী আগৈলঝাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান ও পাকুরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্কাউটার আফরোজা আক্তারের কাছে তার এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেবযানি বড়ালের নিজ বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। দেবযানির পিতা দেবতোষ বড়াল আগৈলঝাড়া এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং তার মা প্রান্তিকা ঢালি একজন গৃহিনী। দেবযানি দেশবাসীর কাছে আশির্বাদ প্রার্থী।