গৌরনদীতে দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আবদুল্লাহ আল নোমান,গৌরনদী প্রতিনিধি//
জন্মদিনের কেক কাটা, বর্নাঢ্য শোভাযাত্রা ও গৌরবময় পথ চলার ২৭ বছর শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে রোববার বরিশালের গৌরনদীতে “দৈনিক ভোরের ডাক” এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার বেলা ১১টায় গৌরনদী প্রেসক্লাব কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে দৈনিক ভোরের ডাকের গৌরনদী উপজেলা প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লবের সভাপতিত্বে বেলা ১১টায় গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে গৌরবময় পথ চলার ২৭ বছর শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল এর গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানব কন্ঠ এর গৌরনদী প্রতিনিধি মোঃ আহছান উল্লাহ্।
বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের গৌরনদী প্রতিনিধি এইচ,এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিনের গৌরনদী প্রতিনিধি এম, আলম, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের গৌরনদী প্রতিনিধি সঞ্জয় কুমার পাল, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের গৌরনদী প্রতিনিধি এস,এম জুলফিকার, সহ সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতির গৌরনদী প্রতিনিধি উত্তম কুমার দাস, সাবেক সহ সম্পাদক ও দৈনিক বঙ্গজননীর গৌরনদী প্রতিনিধি নারগিস সুলতানা, কোষাধ্যক্ষ ও দৈনিক মতবাদের গৌরনদী প্রতিনিধি আমিন মোল্লা, দপ্তর সম্পাদক ও দৈনিক দিনকালের গৌরনদী প্রতিনিধি আমিনা আকতার সোমা, সাবেক দপ্তর সম্পাদক প্রনব রঞ্জন দত্ত (বাবুদত্ত), দৈনিক বরিশাল বার্তার গৌরনদী প্রতিনিধি মোঃ লুৎফর রহমান দীপ, দৈনিক আজকের বার্তার গৌরনদী প্রতিনিধি মোঃ মহসিন খান, দৈনিক প্রতিদিনের সংবাদের গৌরনদী প্রতিনিধি মোনাসেফ মামুন, দৈনিক আমার বার্তার গৌরনদী প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান সরদার, দৈনিক নব অভিযানের গৌরনদী প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, দৈনিক দখিনের খবরের গৌরনদী প্রতিনিধি মুঃ শাহীন, দৈনিক কলমের কন্ঠের গৌরনদী প্রতিনিধি মোঃ ফারহান হোসেন নান্নু গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স গৌরনদী শাখার ম্যানেজার রাজু আহাম্মেদ, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং গৌরনদী শাখার সত্বাধীকারী মোঃ মশিউর রহমান রিয়াজ, টাইমস অব বরিশালের সম্পাদক ও প্রকাশক সাইফুর রহমান শাকিল, অনলাইন দৈনিক আলোর দিক প্রতিনিধি শেখ রায়হান শাওন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি জন্মদিনের কেক কেটে গৌরনদীতে দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব অনুষ্ঠানের শুভ সুচনা করেন।