কমলগঞ্জে ভোরের ডাক পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
র্যালী, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৮ মার্চ রবিবার সকাল ১১ টায় র্যালী শেষে শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রকাশক মো. জুয়েল আহমদ, লন্ডন প্রবাসী বাংলা একাডেমীর পুরুস্কারপ্রাপ্ত লেখক, সাংবাদিক ইসহাক কাজল সহ অন্যান্য অতিথিরা।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু এর সভাপতিত্বে ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রকাশক মো. জুয়েল আহমদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বাংলা একাডেমীর পুরুস্কারপ্রাপ্ত লেখক, সাংবাদিক ইসহাক কাজল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নম্বর পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, দুর্ণীতি প্রতিরোধ কমিটি কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ আহমদ, সাপ্তাহিক কমলগঞ্জের সংবাদ পত্রিকার সম্পাদক এড. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, কমলগঞ্জের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদাক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্চয়, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সম্পাদক কামরুল হাসান মারুফ, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পতিনিধি আব্দুর রাজ্জাক রাজচা, কমলগঞ্জ প্রেসক্লাবের ভারপাপ্ত সম্পাদক মুক্তাদির হোসেন, সাংবাদিক ফটিকুল ইসলাম রাজু, ডা. দিপক রঞ্জন মল্লিক, মাওলানা এমরান আলী, কমলকুড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, সুজা কলেজের প্রবাসক জমসেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক সিদ্দেক আলী, সাংবাদকি আলমগীর হোসেন প্রমুখ।