গৌরনদীতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি
উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এবং উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার বরিশালের গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টায় গৌরনদী উপজেলা সদরে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্ইচ,এম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সি, এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ।
অপরদিকে এ উপলক্ষে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বেলা ১০টায় বাসষ্ট্যান্ডস্থ্য দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভার পাশাপাশি শিশুদের মধ্যে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু একাডেমী এ দিবসটি পালনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া দিবসটি পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচী পালিত হয়।