আগৈলঝাড়ায় যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত.মোসলেম উদ্দিন শরীফের ছেলে উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস শরীফকে বৃহস্পতিবার রাতে পুলিশ নিজ এলাকা থেকে গ্রেফতার করে। একই দিন রাতে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পূর্বসুজনকাঠী গ্রামের ইউনুস মোল্লার ছেলে আলমগীর মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।