স্বরূপকাঠিতে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদলে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন হ্যাপি ভিলেজার্স এর উদ্যোগে শুক্রবার রাতে সোহাগদল বড়বাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরিফের বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী। পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও ওয়াজ নসিহত করেন ছারছীনা দরবার শরিফের ছোট হুজুর শাহ মো. আরিফ বিল্লাহ সিদ্দিকী, সোহাগদল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মশিউর রহমান, মাও. দেলোয়ার হোসেন, মাও. আব্দুল হালিম। মাহফিলে সঞ্চালনা করেন হ্যাপি ভিলেজার্সের সভাপতি মো. আসাদুজ্জামান। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা শাহজাহান, উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আলী আজিম বাচ্চু, ইউপি সদস্য মো. হাসিবুর রহমান। সবশেষে মুসলিম উম্মাহর শান্তি— কামনা করে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরিফের বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী।